মিঠাপুকুরে দুইসন্তানেরজনক কর্তৃক ৭ম শ্রেণীরছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার । 289 0
ছবি, ধর্ষক আনোয়ার
পীরগঞ্জ, রংপুরঃ রংপুরের পীরগঞ্জের পাশর্বর্তী উপজেলা মিঠাপুকুরের ধাপউদয়পুর গ্রামে দুইসন্তানের জনক কর্তৃক ৭ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার পুর্বক জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ। গত সোমবার রাত আনুমানিক ১০ ঘটিকায় এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে। গ্রেফতার ধর্ষক উক্ত গ্রামের ফুলবাবু মিয়ার ঘর-জামাতা আনোয়াার হোসেন (৩৫) বলে জানা যায়।
এলাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উক্ত গ্রামের দিনমজুর এনামুল মিয়ার ৭ম শ্রেণীতে পড়ুয়া কন্যাকে টাকার বিনিময়ে ফুসলিয়ে ঐ সময় উক্ত গ্রামের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষন করতে থাকে। প্রতিবেশীরা ধর্ষণরত অবস্থায় ধর্ষক আনোয়ারকে ধরে ফেলে এবংতাকে আটকিয়ে রাখে। পরেরাতেই অত্র ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ পাইকার এর মাধ্যমে সামাজিকভাবে ইহার সুরাহা না হওয়ায় পুলিশে খবর দেয়া হয়।পরদিন সকাল ১১:০০ঘটিকায় মিঠাপুকুর থানা পুলিশ এসে ধর্ষক আনোয়ারকে উদ্ধার পুর্বক জেলহাজতে পাঠিয়ে দেয়। এব্যাপারে মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ জাফরআলী বিস্বাস বলেন, একজন অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে ফুসলিয়ে একজন বিবাহিত ব্যাক্তি ধর্ষণ করে অন্যায় করা সহ মেয়েটির জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আমরা বিষয়টি অবশ্যই গুরুত্তের সাথে দেখব। এ রিপোর্ট লেখাপর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।